মালদা

গেরুয়া রঙে সেজে উঠছে মালদা শহর আর একত্রিত হয়েছে হিন্দুসমাজ

সারা বাংলা এখন সরকারের মদতে '' জেহাদিদের '' আতুর ঘর হয়েছে বলে মনে করছে সংঘ। আর এই '' জেহাদিদের '' হাত থেকে বাংলাকে বাঁচতে সারা বাংলার হিন্দুদের একত্রিত হওয়ার প্রয়োজন বলে অনুভব করছে সংঘ পরিবার । আর কিছু কিছু বুদ্ধিজীবি বাঙালী পরিকল্পিত  ভাবে হিন্দু সংস্কৃতিকে অপমানিত করার প্রতিবাদে রাম মহৎসব উৎযাপন সমিতির মাধ্যমে সারা বাংলার হিন্দুদের একত্রিত হওয়ার ডাক দেয় সংঘ পরিবার, আর এই ডাকে সারা দিয়ে বাংলা জুরে বিভিন্ন জেলায় ২০০টি স্থানে কেপে উঠছে জয় শ্রী রাম এর ধ্বনিতে।

       আর এই ধ্বনি মালদা কাঁপাল ৮ই এপ্রিল ২০১৭ শনিবার । এর জন্য তৈরি হচ্ছিল মালদা শহর । গেরুয়া পতাকায় সেজে উঠেছে মালদার অলিগলি । শ্রী রামচন্দ্রের ডাকে সারা দিয়ে এই পদযাত্রায় ২০ হাজার সাধারন মানুষের সাথে উপস্থিত হয়েছিল মঠ মন্দির থেকে শুরু করে সাধুসন্ত সমাজ।

       এই পদযাত্রার মাধ্যমে মালদায় এক নতুন ফুলের যাত্রা শুরু হতে পারে বলে মনে করছেন বুদ্ধিজীবি ব্যাক্তিরা। অন্য ফুলের যাত্রা শুরু হোক বা না হোক এই পদযাত্রা এক শ্রেণীর মানুষের কাছে ভিতির কারন হয়ে উঠবে বলে মনে করছেন অনেকে।

       আয়োজকদের মতে এটা কোন ভিতি প্রদর্শনের জন্য না শুধুমাত্র হিন্দুদের সাহস যোগানোর জন্য ও রামচন্দ্রের মর্যাদারক্ষার্থে এই পদযাত্রা।

কারন যাই হোক না কেন অনেকে অনেক রকমের গন্ধের অনুভব করছে এই পদযাত্রাকে কেন্দ্র করে। আর এই গ্রন্থের অগ্রিম ঘ্রান হয়তো বাংলার মুখ্যমন্ত্রী অনেক আগেই পেয়ে গিয়েছেন।

      এই পদযাত্রা মালদার রামকৃষ্ণ পল্লির মাঠ থেকে শুরু হয় এবং রথ বাড়িতে গিয়ে দুটি ভাগে ভাগ হয়ে একটি রবীন্দ্র এভিনিউ এর দিকেও অন্যটি স্টেশন রোডের দিকে যায়। দুটি র‍্যালি সারা মালদা শহর প্রদক্ষিণ করে মালদার হিন্দি স্কুলের মাঠে এসে মিলিত হয়।